বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬, ০৯:৪৩:৪০

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ যুবলীগ কর্মী নিহত

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ যুবলীগ কর্মী নিহত

 মেহেরপুর: বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মারা গেছেন ৪ যুবলীগ কর্মী।  মেহেরপুরে পিকনিকের বাসের ধাক্কায় তারা নিহত হন।  এতে কমপক্ষে ১৫ কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহর থেকে নছিমনযোগে বাড়ি ফেরার পথে মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আনিসুর রহমান আনিস (৪০), নজমুল হোসেন (৩৫), টুকু মিয়া (২৮) ও তুফান (৩৫)।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  তাদের মধ্যে একজন মারা গেছেন বলে জানা গেলেও বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন গ্রাম থেকে বিকেলে জেলা শহরের আসেন যুবলীগ নেতাকর্মীরা।  অনুষ্ঠান শেষে তারা নছিমনযোগে বাড়ি ফিরছিলেন।

পথে মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে পৌঁছলে মুজিবনগর থেকে ফেরা একটি পিকনিকের বাস নসিমনটিকে ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলেই এক যুবলীগ কর্মী মারা যান।

আহতাবস্থায় ১৫-২০ জনকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিন যুবলীগ কর্মীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।  আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় উত্তেজিতা জনতা বাসটিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।  তবে পালিয়ে প্রাণে বাঁচেন বাসের যাত্রীরা।  খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ধারণা করা হচ্ছে বাসটি পাবনা জেলা থেকে পিকনিকে এসেছিল।  দুর্ঘটনার পর বাসের যাত্রী ও চালক পালিয়ে গেছেন।  পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
১৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে