মেহেরপুর: মাসুদ অরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য।
নাশকতার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। তিনি জানান, সোমবার ভোরে মেহেরপুর শহরের নিজবাড়ি থেকে অরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
ইকবাল বাহার জানান, ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ ও রাস্তার পাশের গাছকাটার ঘটনায় সদর থানায় কয়েকটি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে দুটি মামলায় মাসুদ অরুণ আসামি ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন তিনি।
তবে জামিনের মেয়াদ শেষে নিম্নআদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস