মেহেরপুর : মেহেরপুরে কেমিক্যাল দিয়ে পাকানো এক ট্রাক আম ধ্বংস করেছে জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার আমঝুপি গ্রামের একটি বাগান থেকে ট্রাকভর্তি আম জব্দ করে পরীক্ষা-নীরিক্ষার পর রাত সাড়ে ১০টার দিকে তা ধ্বংস করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল আলম জানান, আমঝুপি গ্রামের জোয়ার্দ্দার পাড়ার একটি বাগান থেকে অপরিপক্ক আম ট্রাকভর্তি করে ঢাকায় নেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযান দল সেখানে পৌঁছানোর আগেই আম মালিক ও ট্রাকচালক ট্রাক ফেলে পালিয়ে যায়।
তিনি বলেন, আমগুলো পরীক্ষা করে অপরিপক্ক ও কেমিক্যাল দিয়ে পাকানো বলে সিদ্ধান্ত দেন কৃষি কর্মকর্তারা। এর প্রেক্ষিতে জেলা প্রশাসকের সিদ্ধান্ত মোতাবেক রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ট্রাকের চাকায় পিষ্ট করে আমগুলো ধ্বংস করা হয়।
অভিযুক্ত আমের মালিককে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এছাড়াও অপরিপক্ক আম বাজারজাত ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক পরিমল সিংহ।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম