শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:১২:০৫

বিয়েবাড়িতে এখন কাফনের কাপড়

বিয়েবাড়িতে এখন কাফনের কাপড়

মৌলভীবাজার : মৌলভীবাজারের রূপসপুর গ্রাম থেকে বিয়ে উপলক্ষে ঢাকার মহাখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন সবাই।  ভাগ্যের নির্মম পরিহাস- সড়ক দুর্ঘটনায় বর, বরের বাবাসহ মারা গেলেন ৮ জন।

শোকের বিয়েবাড়িতে এখন কাফনের কাপড়।

শুক্রবার  সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। নিহতদের সবার বাড়ি মৌলভীবাজারের রূপসপুর গ্রামে।

একই গ্রামের ৮জন নিহতের ঘটনায় বিয়েবাড়ির আনন্দ ম্লান হয়েছে।  শোকপুরীতে পরিণত হয়েছে রূপসপুর গ্রাম। পুরো এলাকাজুড়ে এখন নিস্তব্ধতা।

প্রতিবেশীরা জানান, বর আবু সুফিয়ানের বিয়ে উপলক্ষে কমলগঞ্জ থেকে সবাই ঢাকার মহাখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কমলগঞ্জ উপজেলার রুপসপুর গ্রামের আবু সুফিয়ান (বর), তার বাবা হাদিউর রহমান, বরের চাচা মুর্শেদুর রহমান, তার ছেলে আলী হোসেন ও একই গ্রামের প্রতিবেশী আত্মীয় হাজী আব্দুল হান্নান, মুক্তার চৌধুরী, দুরুদ মিয়া ও মাওলানা সাইদুর রহমান।

আহতদের মধ্যে বরের ভাই কামরান আহমেদ, আত্মীয় জাকির হোসেন (১৮) ও গাড়িচালক ফয়সাল আহমদকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরে গুরুতর আহত জাকির হোসেনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে ৭ জন মারা যান এবং চিকিৎসধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে মারা যান আরেকজন।
১৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে