মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:০১:১৬

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত নেতাকে অবরুদ্ধ করলেন কর্মী-সমর্থকরা

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত নেতাকে অবরুদ্ধ করলেন কর্মী-সমর্থকরা

এমটিনিউজ২৪ ডেস্ক : মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মান্নানের বাড়ি ঘেরাও করে রেখেছেন তার কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাজনগর উপজেলার দত্তগ্রাম গ্রামে তার নিজ বাড়ি ঘিরে অবস্থান নেন বিক্ষুব্ধ লোকজন।

বিক্ষোভকারীদের দাবি, আব্দুল মান্নান এলাকায় একজন পরিচিত ও জনপ্রিয় রাজনৈতিক নেতা। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। জোটগত সিদ্ধান্তের কারণে তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা তারা মেনে নিতে নারাজ। এ কারণে মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়ের আগে যেন তিনি বাড়ি ত্যাগ করতে না পারেন- সেই উদ্দেশ্যে তারা বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। 

এ বিষয়ে মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী বলেন,  মৌলভীবাজার-৩ আসনে পরিবর্তনের প্রত্যাশা ছিল সাধারণ মানুষের মধ্যে। সেই প্রত্যাশা নিয়েই আমাদের প্রার্থী মাঠে সক্রিয় ছিলেন। তবে রাজনৈতিক জোটের বাস্তবতায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় এসেছে। 

তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত, সেই অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের প্রস্তুতি রয়েছে।

জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমর্থকদের উদ্দেশে বলেন, মান্নান দেশ গঠনের লক্ষ্য নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন। হঠাৎ নেওয়া সিদ্ধান্তে কর্মী-সমর্থকদের হতাশ হওয়াটা স্বাভাবিক। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় বিকাল ৪টা পর্যন্ত রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সমর্থকদের অনুভূতি ও দাবির বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে। এ সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।

ঘটনাস্থলে ভোটার, রিকশাচালক, অটোচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রার্থীর সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় নেতাকর্মীরা সমর্থকদের সঙ্গে আলোচনা চালিয়ে যান।

ওই আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের আহমেদ বিল্লালকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে