মৌলভীবাজার : ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি প্রকাশ ও স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে ৪ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- অপু (৩০),ওয়াহেদ আহমেদ (২৫),জাবেদ হোসেন রিজন(৩০) ও ইসমাইল আলী (১৯)। তাদের বাড়ি পৃথিমপাশা ইউনিয়নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বী এক ছেলের নামে একটি ফেসবুক আইডি থেকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্ট করা হয়। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে কুলাউড়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
পরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ শাহজালাল, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার জুনাইদ আলম সরকার ঘটনাস্থল পৃথিমপাশার রবিরবাজারে যান। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারনের সঙ্গে মতবিনিময় করে জেলা পুলিশ সুপার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
পুলিশ আরও জানায়, ওই ফেসবুক আইডিটি ভুয়া (ফেইক) হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কুলাউড়া থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। চার যুবক এখনও আটক আছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি