মৌলভীবাজার থেকে : মঙ্গলবার বিকাল ৩টা ১০ মিনিটে ঘটে যাওয়া ভূমিকম্পে মৌলভীবাজার জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পে শ্রীমঙ্গলের নতুন বাজার এলাকায় হোটেল সন্ধ্যা আবাসিক ভবন হেলে পড়েছে। কমলগঞ্জ উপজেলার শতাধিক ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। নবনির্মিত অডিটোরিয়াম ভবন দেবে গেছে এবং ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।
এছাড়াও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ও ফসলি জমি ফেটে গিয়ে পানি উপরে উঠে আসে। উপজেলার শমসেরনগর বাজারে একটি তিনতলা রেস্টুরেন্টে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। কুমড়াকাপনসহ বেশ কিছু এলাকার রাস্তাঘাটে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের মধ্য আতঙ্ক সৃষ্টি হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল কমলগঞ্জের খুবই কাছে হওয়ায় কমলগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে উপজেলার সব অংশের খবর এখনও জানা যায়নি।
কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. রফিকুর রহমান জানান, ভূমিকম্পে উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ সম্ভব হয়নি। বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে উপজেলা প্রশাসন ও পরিষদ একসঙ্গে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার দুপুর ৩টা ১০ মিনিটের দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার লনতারাইয়ের দক্ষিণ মাছমারা এলাকায় বলে জানা গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে কুমিল্লা, ফেনীসহ আশপাশের জেলা। অন্তত তিনবার ভূমিকম্প প্রচণ্ড ঝাঁকুনি দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সারা দেশ থেকে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন, দেশের মোটামুটি সবখানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
০৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস