রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ১২:২৩:০০

আতিয়া মহলের বাইরে বিস্ফোরণের ঘটনায় হামলাকারী সনাক্ত

আতিয়া মহলের বাইরে বিস্ফোরণের ঘটনায় হামলাকারী সনাক্ত

মৌলভীবাজার: সিলেট আতিয়া মহলে জঙ্গি অভিযান চলাকালে ভবনের বাহিরে বোমা বিস্ফোরণে র‌্যাবের ইন্টিলিজেন্স উইংয়ের প্রধান লে. কর্ণেল আবুল কালাম আজাদ ও দুই পুলিশ কর্মকর্তাসহ ৯ জন নিহত হন। ওই বোমা হামলার ঘটনার মূল আসামিকে সনাক্ত করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে পুলিশ সদর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
 
মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযান চলাকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন আতিয়া মহলের বাহিরে বোমা হামলার আসামি আশরাফুল আলম নাজিম রয়েছেন। তিনি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা সুলতান আহমেদের ছেলে।  
 
তার বাবা পুলিশকে জানান, নাজিম বেশ কয়েক মাস যাবত বাড়ি থেকে নিখোঁজ রয়েছেন। অনুসন্ধান ও তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে নিহত নাজিম আতিয়া মহলের বাহিরে বোমা হামলাকারী।
২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে