মহসিন আলীর আসনে উপনির্বাচন ৮ ডিসেম্বর
মৌলভীবাজার : প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচন ৮ ডিসেম্বর। এদিন নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন ভোটাররা।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষদিন ১১ নভেম্বর। ১৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রত্যাহার ২২ নভেম্বর পর্যন্ত।
গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ মহসিন আলী। এরপর গত ১৭ সেপ্টেম্বর এ আসনটি শূন্য ঘোষণা করে ইসি। নিয়মানুযায়ী, আসনটি শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
উল্লেখ্য, মৌলভীবাজার-৩ আসনটি জেলার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত। মৌলভীবাজার পৌর এলাকাসহ ২০টি ইউনিয়নের ভোটাররা নির্বাচনে ভোট দেবেন। এখানে ভোটার সংখ্যা ৩ রাখ ৪৭ হাজার ৯৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৩৭১ জন এবং নারী ১ লাখ ৭৩ হাজার ৫৮৩ জন।
এ উপনির্বাচনে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এজাহারুল হককে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি।
২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�