বুধবার, ২৬ জুলাই, ২০১৭, ১২:২৯:০২

বড়শিতে ২০ কেজির বোয়াল, দেখতে উৎসুক জনতার ভিড়

বড়শিতে ২০ কেজির বোয়াল, দেখতে উৎসুক জনতার ভিড়

মৌলভীবাজার থেকে : গতকাল সোমবার রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম হরিরামপুর এলাকায় জুড়ী নদীতে ধরা পড়েছে ২০ কেজি ওজনের বোলার মাছ। পার্শ্ববর্তী বেলাগাঁও গ্রামের বাসিন্দা মৎস্যজীবী শফিক মিয়া (৪৫) বড়শি ফেলে মাছটি ধরেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীর পাড়ে উৎসুক মানুষের ভিড়। দুজনে শক্ত হাতে ধরে আছেন বড় একটি বোয়াল। অনেকগুলো টর্চের আলোতে জ্বলজ্বল করছিল মাছটি। বোয়ালটি প্রায় সাড়ে তিন ফুট লম্বা। শফিক মাছটির দাম হাঁকেন ১৫ হাজার টাকা।

শফিক মিয়ার ভাষ্যমতে, সোমবার বিকেলের দিকে নদীর ওই স্থানে জ্যান্ত টাকি মাছের টোপ দিয়ে বড়শি ফেলে রাখেন শফিক। রাত আটটার দিকে বোয়ালটি টোপ গিলে বড়শিতে আটকা পড়ে। একপর্যায়ে মাছটি উজানের দিকে দৌড়াতে থাকে। তখন হাতে থাকা টর্চের আলো নিভিয়ে ধীরে ধীরে বড়শির দড়ি ধরে টেনে মাছটিকে পাড়ের কাছে নিয়ে আসেন।

শফিক মিয়া বলেন, মাছ ধরাই তার জীবিকা। প্রতিদিন নদীর বিভিন্ন স্থানে বড়শি ফেলেন। গত সপ্তাহে নদীর জাঙ্গিরাই এলাকা থেকে প্রায় ছয় কেজি ওজনের একটি বোয়াল ধরে পাঁচ হাজার টাকায় বিক্রি করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস শাকুর বলেন, নদীর পশ্চিম হরিরামপুরে ডহর (অভয়াশ্রম) আছে। সেখানে বিভিন্ন জাতের বড় বড় মাছ থাকে। বোয়াল রাক্ষুসে জাতের মাছ। বিভিন্ন ধরনের ছোট মাছ এরা খায়। নদীতে স্রোত কমে গেলে হাওর থেকে উজানের দিকে এসে তারা খাবার খুঁজে বেড়ায়। ২০ কেজি ওজন হলে মাছটির বয়স চার-পাঁচ বছর হবে।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে