বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:২২:০৬

‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলে আমি প্রধান বিচারপতি হতে পেরেছি’

‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলে আমি প্রধান বিচারপতি হতে পেরেছি’

মৌলভীবাজার থেকে : বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিলেন বলে আমি প্রধান বিচারপতি হতে পেরেছি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেশের ৬৪ টি জেলায় উকিলবার স্থাপন করা হয়েছে। স্বাধীনতার পর আমিও সিলেট বারের আইনজীবী ছিলাম।’

এসকে সিনহা বলেন, পৃথিবীর প্রতিটি দেশের অর্থনীতির উন্নয়নের সঙ্গে সঙ্গে আইনের পরিবর্তন হচ্ছে। বিচার বিভাগের কাজে সরকারের সহযোগিতা দরকার। তিনি বাংলাদেশের আইন আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের প্রতি অনুরোধ জানান।
 
প্রধান বিচারপতি আইনজীবীদের বলেন, আইনকে সম্মত রেখে চলতে হবে। দেশের সংবিধানের রক্ষক হিসেবে আইন ও সংবিধান পরিপন্থী কোন কাজ হতে দেওয়া হবে না। এ সময় তিনি বিভিন্ন দেশের আইন বই এবং বিচার কার্যক্রম দেখে আইন পেশা পরিচালনা করা জন্য আইন চর্চার উপর গুরুত্ব প্রদান করেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রনজিত কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাড. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন  জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ জি এম আল মাসুদ।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে