ভাগ্য ফিরলো মন্ত্রীর বউয়ের
মৌলভীবাজার : ভাগ্য ফিরলো প্রয়াত সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিনের। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দা সায়রা মহসিন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে একক প্রার্থী।
এ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। একমাত্র বৈধ প্রার্থী হিসেবে টিকে আছেন সৈয়দা সায়রা মহসিন। ফলে বিনাভোটেই নির্বাচিত হতে যাচ্ছেন তিনি!
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিন আজ শনিবার পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তারা হলেন জাতীয় পার্টির সৈয়দ নুরুল হক, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনএফ) আশরাফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশেদ ও সুহেল আহমদ।
রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র দুজন প্রার্থীর সংযুক্ত একভাগ ভোটারের সমর্থনের যে স্বাক্ষর দিয়েছেন তা ছিল ভুয়া। জাতীয় পার্টির প্রার্থীর দলীয় প্রধানের কোনো প্রত্যয়নপত্র ছিল না। আর বিএনএফ প্রার্থীর সমর্থনকারী ও প্রস্তাবকারীর স্বাক্ষর ভুয়া ছিল।
এর আগে এক স্বতন্ত্র প্রার্থী মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সৈয়দা সায়রা মহসিনকে সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। অন্য প্রার্থীরা সৈয়দা সায়রা মহসিনের বাড়িতে গিয়ে তাদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
যাচাই-বাছাই সংক্রান্ত আপিল দায়ের ১৫ থেকে ১৭ নভেম্বর। আপিল নিষ্পত্তির জন্য ১৮ থেকে ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২১ নভেম্বর।
২২ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৩ নভেম্বর প্রতীক বরাদ্দ। আগামী ৮ ডিসেম্বর নির্বাচন।
জেলা নির্বাচন অফিসার ইস্তাফিজুল হক আখন্দ জানান, সৈয়দা সায়রা মহসিন ছাড়া অপর চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিন তাকে বিজয়ী বলে ঘোষণা করা হবে।
১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এসএম
�