ভাগ্যবান মহসিন আলীর স্ত্রী
মৌলভীবাজার : ভাগ্যবান প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সায়রা মহসিন। মহসিন আলীর আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।
মৌলভীবাজর-৩ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন বিকেলে মৌলভীবাজারের আঞ্চলিক কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক এ ঘোষণা দেন।
আগামী ৮ ডিসেম্বর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। তার মৃত্যুর পর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।
২২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�