মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লোকালয়ে এসে একটি আস্ত ছাগল গিলে খেয়েছে একটি অজগর সাপ। মঙ্গলবার বিকেলে উপজেলার লিচু বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব সাপটি উদ্ধার করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, সম্প্রতি উপজেলার লাউয়াছড়া বনের পার্শ্ববর্তী গ্র্যান্ড সুলতান রিসোর্ট সংলগ্ন লিচুবাড়ি এলাকার দোকানি বাচ্চু মিয়ার একটি ছাগলকে খেয়ে ফেলে অজগরটি। এর আগে একটি হরিণকেও একইভাবে খেয়ে ফেলে অজগরটি।
সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, খবর পেয়ে বিকেল ৪টার দিকে বন বিভাগের লোকজনদের সঙ্গে নিয়ে সেখানকার জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পর ১৩ ফুট দৈর্ঘ্যের সাপটি জঙ্গল থেকে উদ্ধার করি।
এদিকে উদ্ধারকালে লাঠির খোঁচাখুঁচিতে সাপটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাই এটিকে সেবা ফাউন্ডেশনের সেবাশ্রমে পরিচর্যায় রাখা হয়েছে। অজগরটি সুস্থ হওয়ার পর লাউয়াছড়া বনে ছেড়ে দেয়া হবে বলেও জানান সজল দেব।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস