মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার পানিতে ডুবে বাবা-ছেলে ও প্রতিবন্ধির মৃত্যু হয়েছে। বন্যার পানিতে কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলায় শিশু সহ আরো ৫ জন নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।
শনিবার (১৬ জুন) দুপুরে উপজেলার নয়াগাও ও শিংলাউড়ি গ্রাম থেকে বন্যার পানিতে ডুবে নিহত ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন ইসলাম পুর ইউনিয়নের কাঠাল কান্দি গ্রামের বাসিন্দা সাত্তার মিয়া (৫৫) ও তার ছেলে করিম মিয়া (২৪) এবং শমশেরনগর ইউনিয়নের শিংড়াউলি গ্রামের জামাল মিয়া (৪০)। জামাল মিয়া শারীরিক প্রতিবন্ধী বলে।জানা গেছে।
জানা যায়, শুক্রবার (১৫জুন) রাতে বাড়ির পাশ থেকে সাত্তার মিয়া ও তার ছেলে আব্দুল করিম ঢলের পানিতে নিখোঁজ হন। পরে আজ দুপুরে উপজেলার নয়াগাও এলাকার আনুশাহ এর মাজারের পাশ থেকে বাবা-ছেলের ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। একই ভাবে আজ সকালে ধলাই নদের ঢলের পানিতে নিখোঁজ হন প্রতিবন্ধী জামাল মিয়া। পরে দুপুরে উপজেলার শিংলাউড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মনি রাণী দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, এর আগে কুলাউড়া ও রাজনগরে বন্যার পানিতে ডুবে ২ শিশু মারা যায়। যার ফলে এ পর্যন্ত বন্যায়
মৌলভীবাজারে নিহতের সংখ্যা পাঁচজন। এছাড়া কুলাউড়া ও কমলগঞ্জে শিশুসহ আরো পাঁচজন নিখোঁজ রয়েছে বলে বিশ্বস্ত একাধিক সূত্র জানিয়েছে। তবে তাদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।