সরে দাঁড়ালেন বিএনপির ময়ূন
মৌলভীবাজার প্রতিনিধি : সদর পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির বর্তমান মেয়র ফয়জুল করিম ময়ূন। আসন্ন নির্বাচনে অংশ নিতে সোমবার গণসংযোগ করলেও মঙ্গলবার থেকে তাকে আর মাঠে দেখা যাচ্ছে না। নেতাকর্মী ও তার সমর্থকরা তাকে খুঁজে পাচ্ছেন না।
সোমবার রাতে সাবেক মহিলা এমপি খালেদা রাব্বানীর বাসায় তার সমর্থনে আয়োজিত এক সভায় উপস্থিত হননি তিনি। এরপর থেকে শহরে গুজব রটে যে, তিনি আর নির্বাচন করছেন না।
এ নিয়ে খালেদা রাব্বানী গ্রুপের নেতাকর্মীরা তার ওপর ক্ষুব্ধ। তারা জানান, তিনি না থাকায় আওয়ামী লীগের প্রার্থীর পথ অনেকটা পরিষ্কার হয়ে গেল।
পৌর প্রার্থী ফয়জুল করিম ময়ূনের নির্বাচন না করার গুজবে মঙ্গলবার সকালে তোলপাড় শুরু হয় শহরজুড়ে। তার সর্বশেষ বক্তব্য জানতে তাকে হন্যে হয়ে খোঁজেন তার সমর্থক ও স্থানীয় সাংবাদিকরা।
কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করলে রিসিভ করেননি। মাঝেমধ্যে তার ফোন বন্ধও পাওয়া যায়।
জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান এ বিষয়ে বলেন, মৌলভীবাজার পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নিকটাত্মীয় হওয়ায় হয়তো তিনি নির্বাচন করছেন না- এমন গুজবও রয়েছে। তার পরিবর্তে পৌর বিএনপির সেক্রেটারি অলিউর রহমান বিএনপির হয়ে নির্বাচন করবেন।
২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�