কাফনের কাপড় পাঠিয়ে হুমকি
মৌলভীবাজার : কাফনের কাপড় পাঠিয়ে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহবুউদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হককে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
আজ সকাল ১১টার দিকে ডাক মারফত তাদের বাসভবনে এ চিঠি এসে পৌঁছায়।
মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহবুউদ্দিন গণমাধ্যমকে জানান, সকাল ১১টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে রহমান নামে এক ব্যক্তির পক্ষ থেকে একটি চিঠি আসে। চিঠিটি খুলে দেখতে পাই, খামের ভেতর কাফনের কাপড়, ইঁদুর মারার ওষুধ ও একটি সাদা কাগজ। তাতে লেখা রয়েছে, আপনারা ব্যস্ত রাজনীতিবিদ, রাজনীতি থেকে সরে দাঁড়ান, না হয় বিষ খেয়ে মরেন।
জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হক জানান, সকাল ১১টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পাই রহমান নামে এক ব্যক্তির পক্ষ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো একটি চিঠি। চিঠিটি খুলে দেখতে পাই এক টুকরো কাফনের কাপড়।
মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুস ছালেক গণমাধ্যমকে জানান, বিষয়টি আমাকে ফোনে জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�