আত্মঘাতী মা-মেয়ে
মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু রেলস্টেশন এলাকায় মেয়েকে নিয়ে উদয়ন ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন মা জাহানারা বেগম।
সোমবার সকালে উপজেলার মনু রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাহানারা বেগম কুলাউড়া উপজেলার কটরকোনা গ্রামের মছদ্দর আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে জাহানারা ও তার মেয়ে ইমাকে নিয়ে ভোরে ঢাকা থেকে সিলেটগামী উদয়ন ট্রেনের সামনে ঝাপ দিলে ঘটনাস্থলেই জাহানারার মৃত্যু হয়। ইমাকে আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় ইমাকে (২) গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতিয়ার আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ