মৌলভীবাজার: নামাজি যাত্রীদের প্রতি শুক্রবার ফ্রি গন্তব্যে নিয়ে যান ইজিবাইক চালক (টমটম) মো. ইবাদুর রহমান ইমন। এছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অসহা'য়, বৃদ্ধ ও প্রতিব'ন্ধীদের ফ্রি সেবা দেন তিনি।
জানা যায়, তিন মাস ধ'রে ফ্রিতে এ সেবা দিয়ে আসছেন ইমন। বিষয়টি যাত্রীদের জানানোর জন্য ইজিবাইকের সামনে একটা স্টিকার লাগিয়ে দিয়েছেন তিনি। তখনই বিষয়টি নজ'রে আসে সবার।
এদিকে ইমনের ইজিবাইকের সামনে সাদা কাগজে লেখা- ‘অসহা'য়, বৃদ্ধ ও প্রতিব'ন্ধীদের জন্য ফ্রি সার্ভিস। প্রতি শুক্রবার নামাজি মুসল্লিদের জন্য ফ্রি সার্ভিস।’ জানা যায়, ইজিবাইক চালক ইমনের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের ফরেস্ট অফিস এলাকায়।
এ ব্যাপারে ইবাদুর রহমান ইমন বলেন, ‘২০১৮ সালে আমার মা ক্যান'সারে আক্রা'ন্ত হয়ে মা'রা গেছেন। টাকার অভা'বে মায়ের চিকিৎসা করাতে পারিনি। আমার বাবা ঠেলাগাড়ি চালান। ছোটবেলা থেকে অভা'ব-অনট'নে বড় হয়েছি। গরিবের দুঃ'খ-ক'ষ্ট আমি বুঝি। অনেক কিছু করার স্বপ্ন ছিল আমার। কিন্তু সে অনুযায়ী সামর্থ্য নেই। যেটুকু সামর্থ্য আছে তা দিয়ে অসহা'য় মানুষের সেবা করতে মূলত আমার এ উদ্যোগ। যদি অসহায় কোনো মানুষ আমাকে দিয়ে সেবা পান তবেই কষ্ট সার্থক।’
এ সময় ইমন বলেন, সারাদিন ভাড়া তুললে ৮০০-৯০০ টাকা আয় হতো। কিন্তু আমি নিজের জন্য আয় করি বিকেল ৪টা থেকে রাত ১০-১১টা পর্যন্ত। এ সময়ে ৩০০-৪০০ টাকা আয় হয়। এই টাকা দিয়ে নিজে চলি এবং সংসার চালাই।
এ ব্যাপারে ইমনের বাবা বাবলা মিয়া বলেন, ‘আমাদের বাপ-বেটার সংসার। নিজে ঠেলাগাড়ি চালাই, ছেলে দিনে ফ্রি সার্ভিস দেয় আর রাতে আয় করে। এ আয় দিয়ে ভালোভাবেই চলে সংসার। আমাদের চাওয়া-পাওয়ার নেই। এভাবে চলতে পারলেই শুকরিয়া।’
এ বিষয়ে কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রমুজ মিয়া বলেন, ‘কয়েক মাস ধ'রে ফ্রি সার্ভিস দিচ্ছেন ইজিবাইক চালক ইমন। একজন ইজিবাইক চালকের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার। তার কাছ থেকে আমাদের শেখার আছে।’