শনিবার, ২১ মার্চ, ২০২০, ০১:৫৩:৫২

কোয়ারেন্টিন না মেনে শ্বশুরবাড়িতে দুবাই ফেরত প্রবাসী!

কোয়ারেন্টিন না মেনে শ্বশুরবাড়িতে দুবাই ফেরত প্রবাসী!

মৌলভীবাজার থেকে : মৌলভীবাজারের কুলাউড়ায় হোম কোয়ারেন্টিন না মেনে শ্বশুরবাড়ি গিয়ে ঘুরাফেরা করার অ'ভিযো'গে আব্দুস সামাদ নামে এক দুবাই ফেরত প্রবাসীকে ১০ হাজার টাকা জরি'মানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই প্রবাসী উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকার বাসিন্দা হিরা মিয়ার ছেলে।

শুক্রবার রাত ৯টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম এ জরি'মানা করেন। এসময় কুলাউড়া থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করেন। জানা যায়, প্রবাসী সামাদ ১৫ মার্চ দুবাই থেকে দেশে ফিরেন। সরকারি নির্দে'শনা অনুযায়ী তাকে নিজ দায়িত্বে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্তু তিনি সেই নির্দে'শনা না মেনে ঘুরাফেরা করতে থাকেন নিজ এলাকায়। 

একপর্যায়ে ওই এলাকার লোকজন তার ঘুরাফেরা দেখে করোনা আত'ঙ্কে আ'ত'ঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে এলাকার লোকজনের ভ'য়ে তিনি শ্বশুরবাড়িতে চলে যান। সেখানে যাওয়ার পরও তিনি বাজারে ঘুরাফেরা করছেন। শুক্রবার রাত ৯টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম কুলাউড়ার রবিরবাজারে ভ্রাম্যমাণ আদালত শেষে কুলাউড়া ফেরার পথে স্থানীয় চৌধুরীবাজার এলাকায় আসলে ওই প্রবাসীকে চলাফেরা করতে দেখেন। 

এসময় নাজরাতুন নাঈম তার কাছে জানতে চান, তিনি কেন কোয়ারেন্টিনে না থেকে ঘুরাফেরা করছেন। এসময় প্রবাসী কোন সঠিক উত্তর দিতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা জরি'মানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম বলেন, হোম কোয়ারেন্টিন না মেনে ঘুরাফেরা করার অ'পরা'ধে দ'ণ্ডবি'ধি আইন ১৮৬০ এর ২৬৯ ধারায় এ জরি'মানা আদায় করা হয়েছে। এ বিষয়টিতে সকলের সচেতনতা ও সহযোগিতা জ'রু'রি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে