মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৯:৩৮:৪২

হাতির পিঠে বর, পালকিতে কনে!

হাতির পিঠে বর, পালকিতে কনে!

মৌলভীবাজার : দুইজন দুই প্রান্তে।  একজন হাতির পিঠে আর অন্যজন পালকিতে।  এভাবেই বর ও কনের আসা-যাওয়া।  যান্ত্রিক সভ্যতার কারণে আজ হাতির পিঠে বর আর পালকিতে কনে আসা-যাওয়ার রেওয়াজ অনেক আগেই শেষ হয়েছে।

তবুও মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর লালবাগ এলাকায় সেই পুরনো রেওয়াজ আধুনিক সভ্যতায় জানান দিল।  হাতির পিঠে চড়িয়ে বরকে নিয়ে আসা হয় কনের বাড়িতে।  আর কনেকে পালকিতে চড়িয়ে নিয়ে যাওয়া হয় বরের বাড়িতে।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাতি আর পালকিতে চড়ে আসা-যাওয়ার বিয়ের ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর লালবাগ এলাকায়।  এ ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত সোমবার এমন আলোড়ন সৃষ্টি করা বিয়ে বাড়িতে তিনটি হাতির পিঠে চড়ে বরসহ কয়েকজন বরযাত্রী কনের বাড়িতে আসেন।  এর পেছনে ব্যান্ড পার্টি সানাইয়ের সুর বাজিয়েছেন।  পায়ে হেঁটে এসেছেন অন্য বরযাত্রীরা।  বিয়ের এই ব্যতিক্রমী আগমন দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।  অনেকে বাসা-বাড়ির ছাদে আবার কেউ কেউ বাড়ির আঙিনায় দাঁড়িয়ে বর-কনের আসা-যাওয়ার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন।

বরের পক্ষের একজন জানান, কনের বাড়ি বরের বাড়ির পাশাপাশি হওয়ায় বিয়েটিকে স্মরণীয় করে রাখতেই হাতির মাধ্যমে বরযাত্রার আয়োজন করা হয়।  এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন বর সুলেমান আলীর বড়ভাই শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সদস্য মো. তাহের আলি সব্দর।

এমন আয়োজনে শহরতলীর লালবাগ আবাসিক এলাকার আলতাফ উদ্দিনের ছেলে সোলেমান আলীর সাথে একই এলাকার রমিজ উদ্দিনের মেয়ে শারমীন আক্তার রিমা বিয়ে সম্পন্ন হয়।
১২ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে