দীর্ঘ ২৪ বছর ধরে একজন চেয়ারম্যানের দখলধারিত্ব থেকে মুক্ত হলো মৌলভীবাজারের কমলগঞ্জ আলীনগর ইউনিয়ন পরিষদ। ৫ম ধাপে গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র আনারস প্রতীক নিয়ে প্রথমবার প্রতিদ্বন্ধিতা করেই সেই দখলদারিত্বের রেকর্ড ভাঙলেন ৩২ বছর বয়সী তরুণ যুব নেতা নিয়াজ মুশের্দ রাজু। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাবশালী নেতা পরপর ৪ বারের চেয়ারম্যান ফজলুল হক বাদশা। নবীন প্রার্থী হিসেবে ২২২৩ ভোটের ব্যবধানে বর্তমান ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা কে হারিয়ে নতুন রেকর্ড গড়লেন রাজু। ২৪ বছর ধরে ইউনিয়নবাসী নানা সমস্যায় জজর্রিত ছিলেন। সদ্য অনুষ্টিত আলীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা তার জবাব দিয়েছেন।
জানা যায়, কমলগঞ্জের আলীনগর ইউনিয়ন পরিষদের দুই বারেরসাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ আলী। তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন চেয়ারম্যান। আওয়ামী লীগ নেতা ফজলুল হক বাদশা মোহাম্মদ আলীর ভাতিজা হিসাবে ১৯৯৭ সালে বিপুল ভোটে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ধারাবাহিকভাবে ২০০৩, ২০১১ ও ২০১৬ সালে চেয়ারম্যান হন। তিনি ২৪ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
অপর দিকে তরুন সমাজ সেবক যুবলীগ নেতা নিয়াজ মুশের্দ রাজু ৬ মাস পূর্বের ঘোষণা ও পারিবারিক পরিচয় নিয়ে মাত্র ২০ দিন প্রচারনা করেন। আর এতেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। রাজু মৌলভীবাজারের মধ্যে একমাত্র নবীন ইউপি চেয়ারম্যান।