জেলা প্রতিনিধি: প্রতি বছর যখন ঈদ আসে ঠিক তখনই জনগন যানজটের দূভোর্গে নাকাল হয়ে পড়েন। আর তাই এবারে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে মাইকিংয়ে বের হয়েছেন কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ। সোমবার তিনি তার পৌর এলাকার বিভিন্ন রাস্তায় রিক্সা নিয়ে মাইকিং অভিযান পরিচালনা করেন।
এ প্রসঙ্গে মেয়র কামাল উদ্দিন বলেন, ‘যানজটে নাকাল পৌরবাসীকে একটু স্বস্তি দিতেই সিদ্ধান্ত নিয়েছি মাইক হাতে যানজটের মাঝে দাঁড়িয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতা চাইব। মানুষ এবং যানবাহন চালকদের অনুরোধ করেছি আইন মেনে চলতে। ট্রাফিকের নির্দেশনা মেনে চলতে।’
মেয়র আরও বলেন, ‘মানুষ আমার আহ্বানে ব্যাপক সাড়া দিয়েছে। যানজটে দীর্ঘ অপেক্ষা কিছুটা হলেও কমেছে। কুলাউড়া শহর আমাদের সকলের। সকলের সহযোগিতায় আমরা একটি বাসযোগ্য কুলাউড়া গড়তে চাই।’
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ