মৌলভীবাজার : ফের দরবেশ বাবার উপদ্রব বৃদ্ধি পেয়েছে মৌলভীবাজারের বড়লেখায়। এবার প্রকাশ্য দিবালোকে ঘটলো এক ঘটনা। দরবেশ বাবার ফুঁতে উধাও হয়ে গেল ৩৯ হাজার টাকা!
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নামামাত্রই দরবেশ বাবা টাকা বৃদ্ধি করার কথা বলে ৩৯ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায়।
সূত্র জানায়, পৌর শহরের আব্দুল আলী ট্রেড সেন্টারস্থ ইসলামী ব্যাংক শাখা থেকে সৌদিপ্রবাসী স্বামী কাজী মামুন আহমদের পাঠানো ৩৯ হাজার টাকা উত্তোলন করে নিচে নামেন সদর ইউপি’র জফরপুর গ্রামের কাজী হুমায়রা বেগম (৩৮)।
নিচে নামামাত্র অপরিচিত বয়স্ক এক ব্যক্তির সাথে দেখা হয় ওই মহিলার। অপরিচিত ব্যক্তিটি নিজেকে দরবেশ বাবা পরিচয় দিয়ে বলেন, ‘তোমার অনেক সমস্যা আছে ও টাকার খুব দরকার। তোমার ব্যাগে ৩৯ হাজার টাকা আছে এবং আমার কাছে দিলে আমি তা বৃদ্ধি করে দেব। এরপর ফুঁ দিয়ে কি যেন পড়ছিলেন তিনি।
মহিলাটি কিছু বুঝে ওঠার আগেই টাকার ব্যাগটি নিয়ে উধাও হয়ে যায় ওই দরবেশ বাবা। হুশ ফিরে এলে হাউমাউ করে কান্নাকাটি শুরু করেন ওই মহিলা। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসেন। ততক্ষণে দরবেশ বাবা লাপাত্তা।
উল্লেখ্য, গত বছরের শেষদিকে অন্তত ১০ জন মহিলার কাছ থেকে দরবেশ বাবা ফুঁ দিয়ে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এসব নিয়ে মিডিয়ায় লেখালেখি এবং থানা পুলিশের তৎপরতা বৃদ্ধির কথা বলা হলেও বিষয়টিকে গুরুত্ব দেয়নি পুলিশ।
এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আকবর হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেব।
১৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম