সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ০৯:২৮:০৩

‘আমারও পরিস্থিতি আসছে’, ‘মরা ছাড়া আর কোনো গতি নাই’!

‘আমারও পরিস্থিতি আসছে’, ‘মরা ছাড়া আর কোনো গতি নাই’!

এমটিনিউজ২৪ ডেস্ক : ‘মরা ছাড়া আর কোনো গতি নাই’ লিখে নিজের ফেসবুক ওয়ালে এমন স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামের এক যুবক।

রোববার (৬ জুলাই) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের চাতলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে হতাশ হয়ে রাহাত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, রাহাতুল ইসলাম রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি হতাশা ও মানসিক অস্থিরতার নানা ইঙ্গিত দিচ্ছিলেন। মাত্র দুই দিন আগে তিনি রাসেল নামের এক যুবকের আত্মহত্যার সংবাদ শেয়ার করে ক্যাপশনে লেখেন- ‘আমারও পরিস্থিতি আসছে’।

এরও আগে ২৮ জুন তিনি লিখেন, ‘হঠাৎ সবাইকে ছেড়ে চলে যাব।’ এমন পোস্টের নিচে নেটিজেনরা নানা সমালোচনা করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে