মৌলভীবাজার : ঢাকার রামপুরার বনশ্রীতে দুই সন্তানকে মা কর্তৃক হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ছয় বছরের সন্তানকে বিষপান করিয়ে হত্যা করেছেন এক মা। এরপর মা পারভীন (২৫) নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনার পেছনে কি রহস্য তা নিয়ে মুখরোচক আলোচনা চলছে। পুলিশ বলছে, পারভীন সুস্থ হলে জিজ্ঞাসাবাদে অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে।
শনিবার সকালে স্ত্রী পারভীনের বিরুদ্ধে জুড়ী থানায় একটি হত্যা মামলা করেছেন তার স্বামী জাকির হোসেন। বর্তমানে পারভীন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
জুড়ী থানা পুলিশ জানায়, শিশুটির নাম সাদিয়া বেগম। সে বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। পরিবারের সঙ্গে সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে থাকত। সে প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানায়, পারভীনের স্বামী জাকির প্রায় পাঁচ বছর কাতারে ছিলেন। মাস দেড়েক আগে বাড়ি ফেরেন তিনি। গত বৃহস্পতিবার রাতে তিনি গ্রামের একটি দোকানে বসে ক্রিকেট খেলা দেখছিলেন। এসময় তিনি খবর পান যে, মেয়ে সাদিয়া বমি করছে। দ্রুত বাড়ি ফেরে মেয়েকে নিয়ে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা দেন। সঙ্গে ছিলেন স্ত্রী পারভীনও।
কিন্তু পথে স্ত্রী পারভীনও বমি করতে শুরু করেন। এতে জাকিরের সন্দেহ হয়। পরে জাকির স্ত্রী ও মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। রাত তিনটার দিকে মেয়ে সাদিয়া মারা যায়।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেয়েকে বিষপানে হত্যা করে স্ত্রী পারভীনও আত্মহত্যার চেষ্টা করেছেন উল্লেখ করে থানায় মামলা করেছেন স্বামী জাকির।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী বলেন, পুলিশি পাহারায় পারভীনের চিকিৎসা চলছে। সুস্থ হলে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম