মৌলভীবাজার : জিনের বাদশাকে পাকড়াও করলেন এক নারী। জিনের বাদশা পরিচয়ে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। ঘটনা ঘটে মৌলভীবাজারের জুড়ী উপজেলায়।
সোমবার দুপুরে কথিত ওই জিনের বাদশাহকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিরুল্লাহ খান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুন্দর আলীকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
জানা গেছে, জিনের বাদশা পরিচয়ে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন সুন্দর আলী (৫৫) নামের এক ব্যক্তি। দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সুন্দর আলী কমলগঞ্জ উপজেলার রাসটিলা এলাকার বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে নিজেকে জিনের বাদশা পরিচয়ে সুন্দর আলী মোবাইল ফোনে জুড়ীর জায়ফরনগর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে কথা শুরু করেন।
ওই নারীর ভাগ্য বদলের দিক-নির্দেশনা দিতে সোমবার দুপুরে তিনি জুড়ীতে আসেন। এরপর কৌশলে এলাকাবাসীর সাহায্যে তাকে পাকড়াও করতে সক্ষম হন ওই নারী। পরে পুলিশে সোপর্দ করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী প্রতারণার অভিযোগে ওই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়ার কথা নিশ্চিত করেছেন।
২১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম