বুধবার, ১১ মে, ২০১৬, ১২:৪৬:০৯

পরীক্ষা দিলেও ফলাফল জানা হল না ফাইয়াজের!

পরীক্ষা দিলেও ফলাফল জানা হল না ফাইয়াজের!

মৌলভীবাজার : পরীক্ষা দিলেও ফলাফল জানা হল না ফাইয়াজের। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে সে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের সুরভিপাড়া এলাকায়।

নিহত ফাইয়াজ এবার শ্রীমঙ্গল দি বাডস রেসিডেন্টসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। আজ তার ফলাফল বের হওয়ার কথা। কিন্তু ফলাফল জানার আগে তাকে চলে যেতে হয়েছে না ফেরার দেশে! ফাইয়াজের মরদেহ মৌলভীবাজার হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে ব্যবসায়ী শামীম মিয়ার ছেলে ফাইয়াজ আহমদ ভাত খেতে বসলে তার চাচী তাকে ঠান্ডা ভাত এনে দেন। এ সময় সে ঠান্ডা ভাত খাবে না জনালে চাচীর সাথে রাগারাগি হয়। ঝগড়ার শব্দ শুনে ফাইয়াজের মা এসে সম্পৃক্ত হলে উভয়ের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। এতে ক্ষিপ্ত হয়ে পড়েন ফাইয়াজের চাচা জাকারিয়া (৪০)।

এ সময় জাকারিয়া ফাইয়াজের মাকে গালিগালাজ করতে থাকলে ফাইয়াজ এর প্রতিবাদ করে। একপর্যায়ে জাকারিয়া ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে ভাতিজা ও তার মাকে আঘাত করতে করে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফাইয়াজ মারা যায়।

এ সময় জাকারিয়াকে আটক করে পরিবারের লোকজন থানায় খবর দিলে  শ্রীমঙ্গল থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
১১ মে, ২০১৪/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে