নওগাঁ : নওগাঁ সদর হাসপাতালে মৌসুমী আখতার নামের এক প্রসুতি ৬টি মৃত সন্তান প্রসব করেছেন। শনিবার (২১ জুলাই) নওগাঁ সদর হাসপাতালে এ মৃত সন্তান গুলো প্রসব করেন। গর্ভবতী হওয়ার ৪মাসের মধ্যেই এই প্রসবের ঘটনাটি ঘটে।
মৌসুমীর স্বামী রানা জানান, ২০১০ সালে নওগাঁ জেলার মান্দা উপজেলার ভরট্র কাঠের ডাঙ্গা গ্রামের ফজের আলীর মেয়ে মৌসুমীর সাথে তার বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তাদের কোন সন্তান হয়নি। গত এপ্রিল মাসে তাঁর স্ত্রীর পেটে সন্তান আসে। স্থানীয় ডাক্তারের পরামর্শে নওগাঁ একটি ডায়াগনিস্টিক সেন্টারে আলট্রাসোনোগ্রাম করার পর জানতে পারেন তাঁর স্ত্রীর পেটে ৬টি সন্তান রয়েছে।
এরপর থেকে গাইনী ডাক্তারের অধীনে চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ করে গত শুক্রবার বিকেলে তাঁর স্ত্রী মৌসুমী অসুস্থ হয়ে পড়ে। এবং সন্ধ্যার দিকে নওগাঁ শহরের খাস নওগাঁয় মৌসুমীর স্বামীর রানার বাসায় একটি মৃত সন্তান প্রসব করে।
এরপরই মৌসুমীকে শুক্রবার রাত ৮টার দিকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার আরো ৫টি মৃত সন্তান প্রসব করেন। সন্তানদের বয়স প্রায় ৪মাস হয়েছে বলে জানান দায়িত্বরত ডাক্তার।