বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১২:৪০:০০

রাণীনগরে গ্রামীণ ব্যাংকের সামনে আগুন

রাণীনগরে গ্রামীণ ব্যাংকের সামনে আগুন

নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের কচুয়া বাজার শাখা অফিসের গেটের সামনে অগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টার পর কোনো এক সময় উপজেলার গহেলাপুর এলাকায় আগুনের ঘটনা ঘটে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে জানতে চাইলে গ্রামীণ ব্যাংক কচুয়া বাজার শাখার সিনিয়র অফিসার লোটাস হোসেন বলেন, এটা কেমন ধরনের আগুন সেটা বুজলাম না। ভোরের দিকে আমি উঠে দেখতে পাই অফিসের সামনের গেটে ধোঁয়া উড়ছে। সঙ্গে সঙ্গে নাইট গার্ড মজিবর রহমানের কাছে জানতে চাই। তখন মজিবর আমাকে বলে স্যার ওটা তেমন কিছু না। আমাদের অফিসের সামনে ৪-৫টি বস্তায় কেউ আগুন দিয়েছিল। এরপর সে আগুন নিভিয়ে পাশে রেখে নামাজ পড়তে যায়। তবে অফিসের কোনো কিছুর ক্ষতি হয়নি। এরপর বিষয়টি উর্ধ্বতন স্যারদের জানাই এবং তাদের পরামর্শে থানায় দরখাস্ত দিতে যাচ্ছি। 

রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, গ্রামীণ ব্যাংকে আগুনের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনা মিথ্যে। আমি সরেজমিনে গিয়েছিলাম। সেখানে রাস্তায় ধোঁয়া উড়ছিল। অভিযোগ দিয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ঘটনাই তো ঘটেনি,অভিযোগ কিসের?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে