সোমবার, ০১ এপ্রিল, ২০১৯, ০৫:২৪:১৩

নওগাঁয় বহুতল ভবনে ভয়াবহ আগুন

নওগাঁয় বহুতল ভবনে ভয়াবহ আগুন

নওগাঁ : নওগাঁ শহরের ডাবপট্টি এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায় যায়, শহরের ডাবপট্টি এলাকায় আরএফএল প্লাস্টিকের ডিলার মজনু নামের এক ব্যক্তির ‘বানিজ্যালয়’ নামে পঞ্চম তলা ভবনের চার ও তিনতলা আবাসিক। এছাড়া প্রথম, দ্বিতীয় ও পঞ্চম তলা আরএফএল প্লাস্টিকের গোডাউন। 

আগুনের সূত্রপাত হয় ভবনের পূর্বদিকের পঞ্চম তলা থেকে। এরপর ওই তলার সকল ফ্লরে সবদিকে আগুনে ছড়িয়ে পড়ে। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারছে না। 

আগুন লাগার সংবাদ পেয়ে নওগাঁর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মিজানুর রহমান, পৌরসভা মেয়র নজমুল হক সনি।

নওগাঁ সদর থানার ওসি আব্দুল হাই বলেন, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যস্ত থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে