নওগাঁ থেকে : নওগাঁয় মেয়ের ছবি হাতে নিয়ে মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন এক অসহায় বিধবা মা। মা'ন'সিক ভা'রসা'ম্যহী'ন মেয়ে মাছুরা খাতুন (২৩) বাড়ির পাশের রাস্তাঘাটে হাঁটাহাঁটি করলেও সন্ধ্যায় ঠিকই তার মায়ের কাছে ফিরে আসতেন।
কিন্তু গত ১০ নভেম্বর সকাল ৯টার দিকে বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর তিনি আর মায়ের কাছে ফিরে আসেননি। মানসিক ভা'রসা'ম্যহী'ন মাছুরা খাতুন নওগাঁর মান্দা উপজেলার দোসতী গ্রামের মৃ'ত সজিমুদ্দিন মণ্ডলের মেয়ে।
বিধবা মা সুফিয়া বেওয়া (৫২) মেয়েকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে ১৫ নভেম্বর মান্দা থানায় একটি জিডি করেছেন। থানায় জিডি করার পরও মেয়েকে ফিরে পেতে দি'শেহা'রা হয়ে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন।
মা সুফিয়া বেওয়া মেয়েকে হা'রা'নোর বর্ণনা দিয়ে প্রতিবেদককে জানান, আমার মেয়ে বিবাহিত ও এক সন্তানের জননী। স্বামীর সংসার করাকালে ব্রে'নের স'ম'স্যা দেখা দিলে স্বামীর সংসার থেকে প'রিত্যা'ক্তা হয়ে আমার বাড়িতেই থাকত।
মা'ন'সিক ভা'রসা'ম্যহী'ন মাছুরা খাতুনকে আপনারা কেউ কোথাও দেখতে পেলে তার মা সুফিয়া বেওয়া মোবাইল নাম্বার ০১৭৩৬-৬৯২১৭২ ফোনে অথবা মান্দা থানাসহ নিকটবর্তী যেকোনো থানায় খবর দেয়ার জন্য আ'কু'তি জানিয়েছেন মেয়েটির অসহায় মা।