 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলার আলোচিত-সমালোচিত রাইগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মঞ্জুর আলমের এক বছরের কারাদ’ণ্ড হওয়ায় এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাইগাঁ ইউনিয়নের মাতাজী হাট এলাকায় উল্লাসিত জনতার মধ্যে প্রায় এক মণ মিষ্টি বিতরণ করা হয়।
এলাকাবাসী জানান, দিলীপ কুমার সাহা নামে এক সংখ্যালঘু ব্যক্তির দোকানে ভা’ঙচুর, লু’টপা’ট ও মা’রধ’রের মামলায় চেয়ারম্যান মঞ্জুর আলমসহ নয় জনকে কারাদ’ণ্ড দিয়েছেন আদালত। রায়ে ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলমকে এক বছরের কা’রাদ’ণ্ড ও অপর আট আসামিকে তিন মাসের কা’রা’ণ্ডের আদেশ দেওয়া হয়। এই রায়ে এলাকাবাসী খুশি। ওই খুশিতে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা।
দোকানে ভা’ঙচুর, লু’টপা’ট ও মা’রধ’রের মামলার বাদী দিলীপ কুমার সাহা বলেন, এই রায়ে আমি খুশি। চেয়ারম্যান মঞ্জুর আলমের এক বছরের কারাদ’ণ্ড ও অপর আট আসামিদের তিন মাসের কারাদ’ণ্ড হওয়ায় এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘চেয়ারম্যানের কারাদ’ণ্ডের ব্যাপারে পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে জানতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।’