রাণীনগর (নওগাঁ) : বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে অ'ভিযান চালিয়ে নওগাঁর রাণীনগর উপজেলার আয়াত আলী (৬০) নামে এক নেতার বাড়ি থেকে ১৩৮ বস্তা সরকারি ত্রাণের চাল এবং ২শ খালি বস্তা উদ্ধার করা হয়েছে।
রাণীনগর থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মো. আল-মামুন উদ্ধার অ'ভিযান পরিচালনা করেন। আয়াত আলী কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শৈলগাড়িয়া পাড়ার আয়েন উদ্দিনের ছেলে।
রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়াত আলীর বাড়িতে অ'ভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ মেট্রিকটন সরকারি ত্রাণের চাল, ভিজিডি ও খাদ্য বন্ধব কর্মসূচির চাল এবং সরকারি ত্রাণের চালের ২শটি খালি বস্তা উদ্ধার করা হয়। অ'ভিযানের সময় আয়াত আলী বাড়িতে না থাকায় তাকে আট'ক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, চালের বস্তাগুলো উদ্ধার করে স্থানীয় কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে। আয়াত আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।