সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ০৮:০০:৪৭

স্ত্রী বিদেশে, স্বামী পেলেন নোটারি করা তালাকের নোটিশ!

স্ত্রী বিদেশে, স্বামী পেলেন নোটারি করা তালাকের নোটিশ!

নওগাঁ থেকে : নওগাঁর রাণীনগরে এক কাজীর বি'রু'দ্ধে প্রবাসীর নারীর স্বাক্ষর জা'লিয়া'তি করে স্বামীকে তালাকের এফিডেভিট তৈরি ও তালকের নোটিশ পাঠানোর অ'ভিযো'গ উঠেছে। তবে বিষয়টি অ'স্বী'কার করেছেন ওই কাজি।

জানা যায়, রাণীনগরের কাচারী বেলঘড়িয়া গ্রামের আজিজুল কাজীর মেয়ে রাহিমা বিবির সঙ্গে প্রায় ১৪ বছর আগে একই এলাকার রঞ্জনিয়া গ্রামের মোতালেব হোসেন মন্ডলের বিয়ে হয়। দম্পতিদের ৯ বছরের একটি ছেলে আছে। অর্থনৈতিক মুক্তির আশায় প্রায় ৬ বছর আগে জর্ডানে পাড়ি জমান রাহিমা। 

তার পাঠানো টাকা দিয়ে মোতালেব জমিজমা কেনাসহ সংসারের ঋণ পরিশো'ধ করেন। এরই মধ্যে ক'থি'ত নিকাহ রেজিস্ট্রার (কাজী) পরিচয় দানকারী কাজী বেলাল হোসেন প্রবাসী রাহিমার স্বাক্ষর জালি'য়াতি করে গত বছরের ১৯ এপ্রিল নওগাঁ নোটারি পাবলিক কার্যালয় থেকে মোতালেবকে তালাকের জন্য এফিডেভিট করে।

মেয়ে বিদেশে অথচ এফিডেভিট করে স্বামীকে তালাকের এমন নোটিশ পেয়ে হ'তভ'ম্ব হয় রাহিমার পরিবার। বিষয়টি জানাজানি হলে নিজেকে বাঁচাতে ৯ আগস্ট বেলাল হোসেন নিজেকে কাজী পরিচয় দিয়ে স্বাক্ষর ও সিল মোহরযুক্ত একটি প্রত্যয়ন রাহিমার মায়ের কাছে পৌঁছে দেয়। 

প্রত্যয়নপত্রে লেখা হয়, ''এই তালাক আমার অফিসে হয়নি বা তালাক করে নাই ইহা সত্য। যদি কেউ তালাকের কাগজ দেখিয়া থাকে বা কেউ তৈরি করে থাকে তা জা'ল ও ভু'য়া। রাহিমার ক্ষ'তি সাধনের জন্য করেছে।''

রাহিমার মা আফরোজা বিবি বলেন, ''আমরা মু'র্খ ও গরিব মানুষ। কাগজপত্র সম্পর্কে তেমন কিছুই বুঝি না। রাহিমা আমাকে বলেছে সে স্বামী তালাক করে নাই। তাহলে বেলাল কাজী কীভাবে তালাকের কাগজ তৈরি করে আমাদের দিল? কাজীর কারণেই আমার মেয়ের সং'সা'র ন'ষ্ট হয়ে গেছে। আমি কাজীসহ এর সঙ্গে জড়িত অন্যদের ক'ঠো'র শা'স্তি চাই।''

মোতালেব হোসেন বলেন, ''মাঝখানে রাহিমার সঙ্গে আমার ম'নমা'লিন্য চলছিল। কিছুদিন পর আমার পাশের বাড়িতে কাজি বেলাল নিজে এসে তালাকের কাগজপত্র দিয়ে যায়। পরে বেলালের সঙ্গে যোগাযোগ করলে সে বলে তালাকের পর ৩ মাস পার হয়ে গেছে। এখন বিয়ে করতে পারবে। কারণ রাহিমা যখন আমাকে তালাক দিয়েছে আমাকে তো আমার সংসার ধ'রে রাখার জন্য আরেকটি বিয়ে করতে হবে। তাই আমি কাজির পরা'মর্শে আরেকটি বিয়ে করেছি।''

বেলাল বলেন, ''এই বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে হে'য় করতে এটা করানো হইছে।'' উপজেলা মুসলিম পারিবারিক ও নিকাহ রেজিস্ট্রার এবং কাজি সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম বলেন, ''আমাদের কাছে থাকা সরকারি বইয়ে বেলাল হোসেন নামে তালিকভুক্ত কোনও কাজীর নাম নেই।''

নওগাঁ জেলা জজ কোর্টের অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী বলেন, ''এফিডেভিটের মাধ্যমে তালাক হয় না। বাংলাদেশ সরকার বিদেশে অবস্থান করে তালাক দেওয়ার কোনও বৈ'ধতা দে'য়নি। যদি কেউ বিদেশে অবস্থান করে তালাক দেয় তাহলে সেটা সম্পন্ন ভু'য়া। এসব ভু'য়া কাজের বি'রু'দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে।'' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে