বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪, ১১:৩৪:১৬

১ লাখ টন গম, ২০ হাজার লিটার তেল মিলল এক গুদামেই

 ১ লাখ টন গম, ২০ হাজার লিটার তেল মিলল এক গুদামেই

এমটিনিউজ২৪ ডেস্ক : নওগাঁর মান্দায় একটি গুদামে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পরাণপুর এলাকায় মজুতবিরোধী অভিযান চালিয়ে ওই গুদাম থেকে ১ লাখ ২৮ হাজার টন গম, ২০ হাজার ৭২ লিটার সয়াবিন তেল, ৮ টন আটা, ৩২ টন ছোলা এবং ৪ টন চিনি জব্দ করা হয়।

একই সঙ্গে ভোগ্যপণ্য মজুতের দায়ে মাসুদ রানা (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাসুদ পরাণপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মাসুদ এন্টারপ্রাইজ।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পরাণপুরে মজুতবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাসুদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে বিপুল পরিমাণ গম, সয়াবিন তেল, আটা, চিনি ও ছোলা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই ব্যবসায়ী দীর্ঘদিন যাবত লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের অভিযোগে ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত মামলা হবে। মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে এই মামলা করবেন।

এদিকে মিডিয়া সেলে পাঠানো এক বার্তায় নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্য মজুত করে মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। মালামালগুলো মাসুদ এন্টারপ্রাইজ নামে ক্রয় করা হলেও ওই নামে তার কোনো ব্যবসায়িক লাইসেন্স সেই। 

মজুত করে বেশি দামে বিক্রি করাই তার মূল ব্যবসা। এ ধরনের মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ওই ব্যক্তির আরও দুইটি গোডাউনের সন্ধান পাওয়া গেছে। আরেকটি গোডাউনে এরচেয়েও বেশি মালামাল পাওয়া গেছে। মালামালগুলোর হিসেব করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে