নওগাঁ : নওগাঁর বদলগাছিতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে চড় খেয়ে আত্মহত্যা করেছেন নিপা রানী (৫০)। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার উত্তর ভাণ্ডারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের স্বামী নিরঞ্জন বলেন, ‘সোমবার বিকেলে মা-ছেলে ঝগড়া হয়েছে। আমি ছেলেকে শাসন করেছি।
তার পরও সে অভিমান করেছে।’ ভ্যানচালক অখিল চন্দ্র আরো বলেন, ‘হাসপাতালে যাওয়ার সময় জিজ্ঞেস করি, সে বলে গ্যাসের বড়ি খেয়েছে।’
নিপা রানীর ভাই সজল চন্দ্র বলেন, ‘সোমবার রাত ৮টার দিকে ফোনে কেঁদে কেঁদে বলেন, সুজন (ছেলে) চড় মারছে। তোরা আয়, ওর কী ব্যবস্থা করবি। আজ খবর পেলাম বোন মারা গেছেন।’
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে থানা ইউডি মামলা করা হয়েছে।