শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৩৩:০৯

তিন কলেজ শিক্ষার্থীর প্রেম কাহিনী

তিন কলেজ শিক্ষার্থীর প্রেম কাহিনী

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: সখি ভালবাসা কারে কয়... সখি যাতনা কারে কয়...? প্রেম মানে না জাতি, ধর্ম, বর্ণ, গোত্র এমন কি ধনী কিংবা গরিব। এমনটাই ঘটেছিল নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর সরকারি কলেজের তিন শিক্ষার্থীর মধ্যেকার বন্ধুত্বের সর্ম্পকের জেরে ঘটেছিল একই সাথে বিষপানে আত্মহত্যা চেষ্টার মতো করুণ কাহিনি গত ২৪শে ফেব্রুয়ারি।

অনুসন্ধানে জানা যায়, প্রথমে বন্ধুত্ব পরে একে অপরের প্রতি মন দেওয়া নেওয়ার মতো আবেগে ভেসে প্রেম নিবেদন করেন। তারা কেউ কাউকে ছাড়া যেন বাঁচবেনা। তাইতো কেউ কাওকে ছাড়তে পারবে না এ জনমে। তাই বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় তিন জনে এক সাথে একই স্থানে। পরে বিষপানের সাথে সাথেই স্থানীয় জনগন টের পেয়ে পত্নীতলা সরকারি হাসপাতালে ভর্তি করানো ও বিষ ক্রিয়া পরিস্কার করা হয় ও প্রাণে বেঁচে যান। এতে জাতি গত বিষয় পরিলক্ষিত। বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় যাঁরা উপজেলার ঘোষনগর গ্রামের সাকিব হোসেনের কন্যা মণিরা খাতুন (১৭), রঘুনাথপুর গ্রামের  হারুনুর রশিদের পুত্র  শামিম রেজা (২০) ও শ্যামবাটি গ্রামের দ্বাদশ শ্রেণির ব্যবসায়ী বিভাগের ছাত্র মিস্টার মিলন মার্ডি (১৮)। এমন ”ঞ্চল্যকর প্রেম কাহিনির পর এলাকায় সর্বত্র চলছে আলোচনা-সমালোচনার ঝড়। এতে যুবক-যুবতি ছেলে-মেয়েদের কারণে অবিভাবক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে ।
২৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে