শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ০৯:৩৮:১৯

‘৫০ হাজার টাকা না দিলে রাজুর মতো তোমাকে মরতে হবে’

‘৫০ হাজার টাকা না দিলে রাজুর মতো তোমাকে মরতে হবে’

এমটিনিউজ২৪ ডেস্ক : ‘আমাদের হাতে সময় নেই, ৫০ হাজার টাকা না দিলে রাজুর মতো তোমাকে মরতে হবে, তাই বলছি ভুল যেন না হয়।’ এমন একটি চিঠি দিয়ে মোকাদ্দেস হোসেন খান সঞ্চয় নামে এক যুবককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে নওগাঁর রাণীনগর উপজেলার দুর্গাপুর খান পাড়া গ্রামে। মোকাদ্দেস হোসেন খান সঞ্চয় ওই গ্রামের মৃত মোতাহার হোসেন খানের ছেলে।

জানা গেছে, বুধবার (২৯ অক্টোবর) ভোরের দিকে সঞ্চয়ের বাড়ির বারান্দা থেকে এ চিঠিটি উদ্ধার হয়।

চিঠিতে বলা হয়, ‘সঞ্চয়, ছোট ভাই আশা রাখি ভালো আছ। ভাই আমাদের হাতে সময় নেই, তাই বলছি আগামী ৫ তারিখ ৫০ হাজার টাকা আমাদেরকে দিতে হবে। তা না হলে রাজুর মতো তোমারও কিন্তু মরতে হবে, তাই বলছি ভুল যেন না হয়। পড়ে (পরে) ৫ লাখ টাকা দিলেও আমাদের প্রয়োজন হবে না। রাজুর কাছে কিন্তু ৩ লাখ টাকা ছিল, আমরা নিই নাই। কারণ সে তারিখ মিস করছে এবং গোপনে তথ্য জানার চেষ্টা করেছিল যার কারণে তাকে বিদায় করে দিয়েছি। তাই তোমাকে বলছি ভুল যেন না হয়। আগামী ৫ তারিখ টাকা একটি ব্যাগে করে তোমার বাড়ির গেটের সিঁড়ির পূর্ব সাইডে রাখবে। রাত ২/৩ টার সময় নিয়ে আসব।’

এ বিষয়ে ভুক্তভোগী সঞ্চয় বলেন, আমি সকালে ঘুম থেকে উঠেই বারান্দায় ওই চিঠি দেখতে পাই। বুধবার ভোরের দিকে কে বা কারা গ্রিলের ভেতর দিয়ে ফেলে দিয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় দুজনকে জানাই। তাদের পরামর্শে প্রশাসনকে জানানো হয়েছে।

স্থানীয়রা বলেন, চিঠি দিয়ে হুমকি দেওয়ার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। কারণ এর আগে এই এলাকায় ২০০৫ সালে রাজু নামের এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমাদের দাবি, ঘটনাটি যে বা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হোক।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। পুলিশ সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আসবে। আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে