শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ০৯:৪৮:৪১

৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী-পুরুষের বিএনপিতে যোগদান

৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী-পুরুষের বিএনপিতে যোগদান

এমটিনিউজ২৪ ডেস্ক : নওগাঁর বদলগাছী উপজেলায় ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী (নারী-পুরুষ) পরিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।

 বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শুরকালি মাঠে মথুরাপুর-আধাইপুর বহুমুখী যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তারা যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। ফজলে হুদা বাবুল কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে আছেন।

 এ সময় ফজলে হুদা বাবুল তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়। এ সময় নবাগতরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া ও ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিএনপিতে যোগ দেওয়া সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী-পুরুষ জানান, ফজলে হুদা বাবুল এলাকার সন্তান ও তাদের পরিচিত। তিনি আগে থেকেই তাদের খোঁজখবর রাখতেন। সম্প্রতি তিনি বিএনপি থেকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত হওযায় তাকে ভালোবেসে তারা বিএনপিতে এই যোগদানের সিদ্ধান্ত নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফায় সব ধর্ম-বর্ণ মানুষের সমান অধিকার নিশ্চিতের কথা উল্লেখ করেছেন। সনাতন ধর্মাবলম্বীসহ সবার অধিকার যাতে নিশ্চিত থাকে সে জন্য আমাদের কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও সবার মর্যাদা সমুন্নত থাকবে। আমরা সব ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই এবং দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবো।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে