ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় নজিপুর পাবলিক মাঠে প্রবীণ অধিকার বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর কারিগরী সহায়তায় নওগাঁ জেলায় বাস্তবায়নাধীন ‘প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান প্রকল্পে’র অংশ হিসাবে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় উপজেলার নজিপুর, পত্নীতলা ও ঘোষনগর ইউনিয়ন হতে ১২টি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠান উপলক্ষ্যে সকাল ১০.০০টায় নজিপুর পাবলিক মাঠ হতে এক বর্ণাঢ়্য শোভাযাত্রা বের করা হয়। বিএসডিও’র কর্মসূচী সমন্বয়কারী মো. আতাউর রহমান শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি নজিপুর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ১২টি দল একে একে তাদের পরিবেশনা উপস্থাপন করেন। কর্মসূচীতে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ, শিশু ও প্রবীণ অংশগ্রহণ করে অনুষ্ঠান উপভোগ করেন।
সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসাবে বিকেল ৫টায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদিবাসী নেত্রী ও পত্নীতলা ইউপি সদস্য দিনোমনি তিগ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিরুপমা সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ ও বিশিষ্ট সংগীত শিল্পী আবু হেনা মোস্তফা কামাল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসডিও’র জেলা সমন্বয়কারী আবু হেনা মোহাম্মদ ফিরোজ, মিডিয়া এন্ড ক্যাম্পেইন অফিসার শাহনাজ বেগম মুক্তি, সোস্যাল মোবিলাইজেশন অফিসার আবু সালাম, ফাইন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার মো. নুরুজ্জামান প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিযোগিতা, ছাত্র-ছাত্রীদের নিয়ে রচনা প্রতিযোগিতা ও প্রবীণদের নিয়ে হাঁড়ি ভাঙ্গা খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
নওগাঁর পত্নীতলায় বিএসডিও আয়োজিত দিনব্যাপি প্রবীণ বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার শোভা যাত্রার উদ্বোধন করছেন কর্মসূচী সমন্বয়কারী মো. আতাউর রহমান।
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস