ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা ও বাদলগাছি উপজেলায় আগুনে পুড়ে গেছে ২টি গরুসহ খড়ের পালা।
পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সুত্র জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পত্নীতলা উপজেলার চকদূর্গা আইয়াম গ্রামের সুনীল সরকারের বাড়ির গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট-শার্কিট হতে আগুনের সুত্রপাত হয়ে ২টি গরু পুড়ে অবশেষে মরে যায়। এতে প্রায় ৮০হাজার টাকার ক্ষতি ও কয়েক লক্ষাধিক টাকাসহ মানুষের প্রাণ অল্পের জন্য বেঁচে যায়।
অপরদিকে, গতকাল রোববার রাত ৯টার দিকে জেলার বদলগাছি উপজেলার মাস্টার পাড়ায় মৃত তছিমুদ্দিন ছেলে আব্দুস ছালামের বাড়ির পাশের খড়ের গাদায় আগুন লাগে। এতে পায় ৫০হাজার টাকা ক্ষতি ও ৭০হাজার টাকার মতো মালামাল উদ্ধার হয়।
পতœীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার মো: শামসুর রহমান উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উভয় ঘটনার তাৎক্ষণিক খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনা স্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন ও এতে বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতির কবল হতে রক্ষা পায়।
১৩ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস