সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০২:০০:৩৩

স্বামীকে ফেলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন!

স্বামীকে ফেলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন!

সাদেকুল ইসলাম : পারিবারিকভাবে বিয়ে হলেও স্বামীকে ছেড়ে বিয়ের দাবিতে দুদিনের মধ্যেই প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে নওগাঁর এক নারী। কিন্তু প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় অনশনের পথ বেছে নেন এই নববধূ।

রাণীনগর উপজেলার ভাটকৈ গ্রামের আলোচিত ঘটনা প্রসঙ্গে রোববার স্থানীয় ইউপি সদস্য মো. সাহজাহান আলী জানান, অনেক চেষ্টা করেও বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত বিয়ের দাবিতে মেয়েটি প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন।

এলাকাবাসী জানান, আত্রাই উপজেলার ইসলামগাথী উজানপাড়া গ্রামের ওই মেয়ের একই উপজেলার মারিয়া গ্রামের এক ছেলের সাথে গত বুধবার বিয়ে হয়। বিয়ের পরদিন বৃহস্পতিবার মেয়ে-জামাইকে বাড়িতে নিয়ে যায় শ্বশুর।

শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে মেয়ে স্বামীকে বিছানায় রেখে পালিয়ে রাণীনগর উপজেলার ভাটকৈ গ্রামের প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় এই প্রেমিকা গত দুদিন ধরে অনশন করছে।

এ ঘটনায় স্থানীয়ভাবে গত শনিবার দিনে এবং রাতভর দফায় দফায় দেন-দরবার করেও কোন সুরহা করতে পাড়েনি স্থানীয় মাতবর প্রধানরা।

মেয়ের বাবা জানান, গত দেড় বছর ধরে আমার মেয়ের সাথে ছেলেটির প্রেম রয়েছে। এর আগে তার মেয়েকে এক জায়গায় বিয়ে দিলে সেখানেও সংসার করতে দেয়নি ছেলেটি। শুক্রবার রাতে ছেলেটি তার মেয়েকে নিয়ে পালিয়ে যায়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে প্রায়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ -বিডি নিউজ

৪ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে