নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় একটি মহিলা হাফেজিয়া মাদরাসায় বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে ওই মাদ্রাসার আরো ২০জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সতীহাট তমিজ উদ্দিন চকদার শিশু সদন ও মহিলা হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান খান।
নিহত শিক্ষার্থীরা হলেন, মন্দার শ্রীরামপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে রাবেয়া (১২) ও দুর্গাপুর গ্রামের আলম হোসেনের মেয়ে আশা মিম (১৪)। মৃত অপর শিক্ষার্থীর পরিচয় পাওয়া যায়নি। আহত শিক্ষার্থীরা হলেন, জয়নব (১৫), শামীমা (১৪), নাফিয়া (১৩), খোদেজা (১০), জান্নাতুন (১৩), সাদিয়া (১২), বৃষ্টি (১২), আঁখি (১৩), বৃষ্টি (১৬), হাবিবা (১২), বিলকিস (১৪), মিম (১৪), ফাতেমা (১১), মারিয়া (১২), আরিফা (১১), কারিনা (১৪), মরিয়ম (১৫)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীর রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদরাসার দোতালার রেলিং এ যেসকল শিক্ষার্থী স্পর্শ করেছে তারাই বিদ্যুৎপৃষ্ট হয়। হঠাৎ এ ঘটনায় মাদরাসা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদটি ছড়িয়ে পড়লে শতশত মানুষ ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা ৩ শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২৭ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর