রবিবার, ০১ মে, ২০১৬, ০২:০৮:০২

‘শ্রমিকেরা যেন কোনোভাবে প্রতারিত না হয়’

‘শ্রমিকেরা যেন কোনোভাবে প্রতারিত না হয়’

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) থেকে: শ্রমিকদের নায্য দাবি মানতে হবে, শ্রমিকেরা যেন কোনো ভাবে প্রতারিত না হয়। তাদের শরীরেরর ঘামের বিনিময়ে অর্থ উপার্জন হালাল এক’শ ভাগ। ৭১’সালে মুক্তিযুদ্ধে পাকিস্থানিরা বাঙালির উপর নির্মম ও অন্যায়ভাবে কলকারখানা, শিল্প, ব্রিজ-কালভার্ট, আদমজী জুট মিল, ইস্পাহানীসহ প্রচুর অর্থনৈতিক চালিকা শক্তি ধ্বংস করে দেন। পরে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরিয়ে আনেন। তিনি আরো বলেন, বর্তমানে গার্মেন্টস শ্রমিকেরা এই সরকারের আমলে ৫/৬ গুণ বেতন বেশি পাচ্ছেন। গরীবসহ শ্রমজীবীরা আজ সরকারি ভাবে প্রতিকেজি ১৫টাকা দরে চাল ক্রয় করতে পাচ্ছেন ও তা ১০টাকায় আনার কথা চলছে। গরীব ও খেটে খাওয়া সন্তানদের আজ স্কুল, কলেজে বেতন দিতে হয়না, বরং টাকা (বৃত্তি) পাচ্ছেন। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে তাঁর কন্যা শেখ হাসিনার চেয়ে এক’শ গুণ বেশি ভাল হত। উপরোক্ত মন্তব্য গুলো করেন নওগাঁর পত্নীতলায় মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জাতীয় সংসদের হুইপ মো: শহিদুজ্জামান সরকার ।
 
গতকাল রোববার নওগাঁর পত্নীতলা উপজেলায় যথাযথ মর্যাদায় মহান মে দিবস/১৬ইং উদযাপিত হয়েছে। “দুনিয়ার মজদুর-এক হও, এক হও” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে জাতীয় শ্রমিকলীগ পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখা আয়োজিত নজিপুর বাসস্ট্যান্ড চৌরাস্তা মসজিদের উত্তর পার্শ্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো: আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র মো: রেজাউল কবির চৌধুরী, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল কুমার, শ্রম বিষয়ক সম্পাদক দিলীপ চৌহান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন থানা ওসি মো: আজিম উদ্দিন, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি ও নজিপুর পৌর আ.লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, নজিপুর পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ড নারী কাউন্সিলর ফারজানা খাতুন, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সাংবাদিক টিপু সুলতান, মুকুল হোসেনসহ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান গণ, উপজেলা পর্যায়ের বিভিন্ন শ্রমিক অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
১ মে ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে