সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৫:৩৭:৫২

বিয়ে হওয়া ছাত্রীকে নিয়ে পালাল শিক্ষক, এলাকায় বিক্ষোভ

 বিয়ে হওয়া ছাত্রীকে নিয়ে পালাল শিক্ষক, এলাকায় বিক্ষোভ

নওগাঁ : নববধূ ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।  এ ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করেছেন। ওই শিক্ষকের চাকরিচ্যুতির দাবিতে প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগও দাখিল করেছেন তারা। এ ঘটনায় থানায় একটি মামলাও হয়েছে।

এলাকাবাসী জানান, উপজেলার শিম্বা গ্রামের নবির উদ্দীনের ছেলে ওসমান গনি (৫৫) দীর্ঘদিন ধরে উপজেলার বিল পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে শরীর চর্চার শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে।

তারা জানান, এ অবস্থায় ওই স্কুল থেকে গত ২০১৫ সালে এসএসসি পাস করে বের হওয়া এক ছাত্রীকে বিয়ের মাত্র ২৬ দিনের মাথায় নিয়ে পালিয়ে যান। এরপর ওই ছাত্রীকে বিয়ে করেন শিক্ষক ওসমান গনি।

গত ৮ জুলাই জনৈক ওই ছাত্রীর বিয়ে হয় উপজেলার করজগ্রামের প্রবাসী সাইদুর রহমানের সাথে।  ছাত্রীকে নিয়ে ওই শিক্ষক পালিয়ে যান গত ২ আগস্ট।

সাইদুর রহমান জানান, ওইদিন নববধূ প্রায় ৩ লাখ টাকা এবং প্রায় পৌণে ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে দুপুরে শিক্ষক ওসমান গনির সাথে পালিয়ে যায়।  

তিনি জানান, পালিয়ে যাবার ৫ দিন পর গতকাল রোববার রাতে সাইদুরের চাচা হামিদুল ইসলাম বাদী হয়ে নববধূ ও শিক্ষক ওসমান গনিকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।  গত শনিবার ওই স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা বিক্ষোভ করেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

শিক্ষক ওসমান গনিকে চাকরিচ্যুত করার দাবিতে আজ সোমবার দুপুরে ওই স্কুলের প্রধান শিক্ষক বরাবর শিক্ষার্থী ও অভিভাবকরা পৃথক পৃথকভাবে লিখিত অভিযোগ দাখিল করেন।

এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষক খোরশেদ আলম জানান, শিক্ষক ওসমাস গনিকে চাকরিচ্যুত করার দাবিতে শিক্ষার্থী এবং অভিভাবকরা লিখিত অভিযোগ দিয়েছেন।  দুয়েক দিনের মধ্যে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মির হোসেন জানান, ঘটনাটি নিয়ে ব্যপক তোলপাড় চলছে। যথাযথ ব্যবস্থার জন্য বসে সিদ্ধান্ত নেব।

এ ব্যপারে রাণীনগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহিল জামান জানান, নববধূকে নিয়ে স্কুলশিক্ষক পালিয়ে যাবার সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যাওয়ায় সাইদুর রহমানের চাচা হামিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
৮ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে