শনিবার, ০৩ মে, ২০২৫, ০৩:৫১:৫৩

দরিদ্র অসহায় কৃষকদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে জামায়াতের নেতাকর্মীরা

দরিদ্র অসহায় কৃষকদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে জামায়াতের নেতাকর্মীরা

এমটিনিউজ২৪ ডেস্ক : নড়াইলে দরিদ্র অসহায় কৃষকদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। শুক্রবার (২ মে) বিকালে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চারজন অসহায় দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিয়েছেন জামায়াতের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, শাহাবাদ ইউনিয়নের জুড়ালিয়া গ্রামের অসুস্থ্য কৃষক এলাহী হোসেনের ৩৩ শতক ও আব্দুল আলীম মিয়ার ৩৯ শতক, মহাজন গ্রামের রিজাক শেখের ১৮ শতক এবং বিষ্ণপুর গ্রামের দিপক বিশ্বাসের জমির ধান কেটে দেওয়া হয়।

এসময় মাঠে উপস্থিত ছিলেন, শাহাবাদ ইউনিয়ন জামায়াতের আমির হাসান আলী,শাহাবাদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আমিনুর বিশ্বাস, ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শাহাবাদ ইউনিয়ন জামায়াতের আমির হাসান আলী বলেন, ‘‘বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে ঝড়সহ শিলাবৃষ্টি হয়। এত কৃষকের পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়। আবারও যেকোনো সময় ঝড়সহ শিলাবৃষ্টিতে দরিদ্র কৃষকের ধানের বড় ধরনের ক্ষতি হতে পারে। এজন্য আআমাদের নেতাকর্মীরা দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে।” 

তিনি আরও বলেন, ‘‘আমাদের জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের নির্দেশে জামায়াতের নেতাকর্মীরা ইউনিয়নের অসুস্থ, দরিদ্র-অসহায় কৃষক যাদের শ্রমিক দিয়ে জমির ধান কেটে ঘরে তোলা সম্ভব নয়। আমাদের সংগঠনের নেতাকর্মীরা তাদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে