মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬, ১০:৩৪:২৪

২ হাত ১ পা নেই, ১ পায়ে লিখে ইবতেদায়ি সমাপনী পরীক্ষা দিচ্ছে মাদ্রাসা ছাত্র রাসেল

২ হাত ১ পা নেই, ১ পায়ে লিখে ইবতেদায়ি সমাপনী পরীক্ষা দিচ্ছে মাদ্রাসা ছাত্র রাসেল

নাটোর : শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি রাসেল মৃধাকে (১১)। একটি পা দিয়েই চলছে তার জীবন সংগ্রাম। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ আর মনের জোরে এবার বাম পায়ে কলম ধরেই ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে রাসেল মৃধা।

সোমবার সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিশেষ কৌশলে বেঞ্চের ওপর খাতা রেখে সেখানে বসেই বাম পায়ের দুই আঙুলের ফাঁকে কলম রেখে অন্য সবার সঙ্গে ২য় দিনের বাংলা পরীক্ষা দিয়েছে সে।

রাসেল মৃধার বাড়ি নাটোরের সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লায়। বাবা আবদুর রহিম মৃধা পেশায় একজন কৃষক। ছেলে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও হাল ছাড়েনি রাসেলের বাবা-মা। সে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসায় ছাত্র।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল হক বলেন, রাসেল ছাত্র হিসেবে মেধাবী। ইসলামী সংগীতেও রয়েছে তার ব্যাপক প্রতিভা। তার জন্য প্রতিষ্ঠান থেকে অনেক সুবিধা দেয়া হয়। ভবিষ্যতে তার জন্য পড়াশুনার বিষয়ে যতটুকু সম্ভব সুবিধা দেয়া হবে।

রাসেল জানায়, সে উচ্চ শিক্ষিত হয়ে সে সরকারি চাকরি করে বাবা মায়ের অভাব-অনটন দূর করতে চায়।

রাসেলের বাবা-মা জানায়, সে পা দিয়ে লিখে এবং শুকনা খাবার খায়। সে স্বাভাবিকভাবে কথা শুনতে ও বলতে পারে।

রাসেল প্রতিবন্ধী হিসেবে ৩ মাস পরপর দেড় হাজার টাকা ভাতা পায়। স্থানীয় এমপি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রাসেলের জন্য একটি হুইল চেয়ার দিয়েছেন। -যুগান্তর।
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে