শনিবার, ০৭ এপ্রিল, ২০১৮, ১০:১৭:১৬

কওমি শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িত নয়: পলক

কওমি শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িত নয়: পলক

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেছেন, উচ্চশিক্ষিত পরিবারের সন্তানরা হলি আর্টিজান হামলার মাধ্যমে জানান দিয়েছে বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গিবাদের সাথে জড়িত নয়।  

শনিবার দুপুরে জেলার সিংড়া উপজেলা পৌর কমিউনিটি সেন্টারে চলনবিল আন্তঃমাদ্রাসা ক্বেরাত, আজান, হামদ, নাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে  এ কথা বলেন তিনি।

পলক বলেন, অতিতের সব সরকার কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার করেছে। অথচ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার তাদের সম্মান ও মর্যাদা পুনপ্রতিষ্ঠিত করেছে।

এসময় মাদ্রাসা শিক্ষার প্রতিটি স্তরে ইসলামি সংস্কৃতি চর্চার ধারা অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়াও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে আলেম- ওলামাদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়ে আগামী নির্বাচনে নৌকাকে আবারও জয়ী করার আহ্বান জানান পলক।

সিংড়া দমদমা আল-জামিয়াতুল কুরআনিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা হুসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, ওলামা লীগ সভাপতি আব্দুস শুকুর, জেলা পরিষদ সদস্য আল আজাদ সানা,  আওয়ামী লীগ নেতা দিদার হায়াত প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১৫ জনকে ক্রেস্ট ও ২৩৫ জনকে সনদ প্রদান করেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে