নাটোর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (নাটোর সদর- নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি। এবার মহাজোটের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে তিনি লড়বেন।
বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি সাবেক এমপি ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণে মনোনয়ন বাতিল হওয়ায় গুরুত্বপূর্ণ এ আসনটিতে নির্বাচনী মাঠে নামছেন তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি। দুলু নাটোরের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। এ নিয়ে ভোটারদের মুখে চলছে নানা জল্পনা-কল্পনা।